ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার জন্য ইসলামিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আলোচনা সফল হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটবদ্ধভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে। আর সেই পথেই হাঁটছি আমরা। তবে এটাও সত্য আলোচনা ফলপ্রসূ না হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার বিকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডা. এফ আর খান পাইলট ইনস্টিটিউট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও সুধী সমাবেশ শেষে সংবাদ কর্মীদের প্রশ্নের তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যও রাখেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাদের মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, জেলা সভাপতি আকরাম আলী, সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সম্ভাব্য প্রার্থী মুহাম্মদ আখিনুর মিয়া, জেলা সদস্য হাফেজ মাওলানা রেজাউল করিম প্রমুখ।

বক্তব্য শেষে নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews