বিতর্কের মুখে পড়েছেন বিটিএস তারকা সুগা। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মামলাও হয়েছে। চলছে তদন্ত। শোনা যাচ্ছে, বিতর্কের মুখে পড়ায় স্যামসাং মোবাইলের সাথে তার চুক্তি বাতিল হয়ে যেতে পারে। নাম প্রকাশ না করার শর্তে স্যামস্যাং-এর এক সূত্রে বলেছেন, ‘সামাজিক ভাবে সমালোচিত কোনও ব্যক্তিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রমোট করাটা ঝুঁকিপূর্ণ, তার যতই ভক্ত থাকুক না কেন।’ সূত্র জানান, স্যামসাং সুগার সঙ্গে চুক্তি বাতিল করার কথা ভাবছে। কারণ পরিস্থিতি খুবই বেগতিক। এই পরিস্থিতিতে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে কোম্পানিটির। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি স্যামসাং-এর তরফ থেকে। বিটিএসের সাথে এই মোবাইল কোম্পানিটির সম্পর্ক দীর্ঘদিনের। শুধু সুগা নয়, স্যামসাং মোবাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জিন, জিমিন, আরএম, ভি, জে-হোপ এবং জাংকুক। তবে সুগাকে ক্যাম্পেইন থেকে পুরোপুরি বাদ দেয়া সম্ভব হবে না। কারণ, বিটিএসের সকল সদস্যের সাথেই স্যামসাং-এর চুক্তি আছে। তবে সুগা যদি বিটিএস ত্যাগ করেন, তাহলে আলাদা বিষয়, বলেন সূত্র। ৬ আগস্ট হাননামের বাড়ি থেকে বৈদ্যুতিক স্কুটার নিয়ে বেরিয়েছিলেন ৩১ বছর বয়সী এই তারকা। সেদিন মদ্যপ অবস্থায় স্কুটার চালানোর অভিযোগে সুগার বিরুদ্ধে তদন্তে নামে দেশটির পুলিশ। গত শুক্রবার সুগাকে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দক্ষিণ কোরীয় পুলিশ। জিজ্ঞাসাবাদে দুই দিন পর রোববার উইভার্সে পোস্ট করা নিজের হাতে লেখা চিঠিতে দুঃখ প্রকাশ করে আইন লঙ্ঘনের কথা স্বীকার করেছেন সুগা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews