নিখিল জৈন-নুসরাত জাহান ও যশ সেনগুপ্ত। গত কয়েকমাস ধরে এই ৩ জনের জীবনের একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছে। প্রেম, বিয়ে, বিচ্ছেদের একাধিক ঘটনা বার বার প্রকাশ্যে আসছে। কিন্তু এবার সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানের জীবন সব থেকে উল্লেখযোগ্য মোড় নিল। তিনি মা হতে চলেছেন। নেটমাধ্যমে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, সন্তানের জন্মদাতা কে?
অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান এবং ব্যবসায়ী নিখিল জৈনের প্রেমের বিয়ে। বিয়ের কয়েকমাস পর থেকেই নাকি তাদের দাম্পত্য জীবনের সুখের তাল হালিরে যায়। অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেমের সম্পর্কে নাম জড়ান নুসরাত। একসঙ্গে ছবিতে কাজ করতে গিয়েই নাকি যশের প্রেমে পড়েন নুসরাত।
২০১৭ সালে যশ-নুসরাত জুটির প্রথম ছবি ‘ওয়ান’। তখন থেকে তাদের আলাপ, বন্ধুত্ব। তারপর ২০২০ সালে ‘এসওএস কলকাতা’ ছবির শুটিংয়ের সময় থেকে ঘনিষ্ঠতা বাড়ে এই দুই তারকার মধ্যে।

যশের সঙ্গে অজমের দরগায় গিয়েছিলেন নুসরাত। ভারতীয় একটি গণমাধ্যমের ক্যামেরায় প্রথম দু’জনের একসঙ্গে যাওয়ার ভিডিও প্রকাশ্যে এনেছিল। এরপর মদন মিত্রের সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরেও দেখা যায় ‘যশরত’কে। এরপরে দ্রুত বদলে যেতে থাকে নিখিল-নুসরাতের সম্পর্কের সমীকরণ। নুসরাত বালিগঞ্জের ফ্ল্যাটে একা থাকতে শুরু করেন। যশ এখন বেশির ভাগ সময় ওই ফ্ল্যাটেই নুসরাতের সঙ্গে সময় কাটান।
নুসরাতের সঙ্গে যশের ঘনিষ্ঠতাকে ‘নোংরামি’ বলেও কটাক্ষ করা হয়েছিল তখন। সেই আক্রমণের রেশ এখনও কাটেনি। রাজনৈতিক দায়িত্ব বা পোশাক নিয়ে তো বটেই, যশের সঙ্গে নাম জড়িয়ে বার বার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

বেশ কয়েক দিন হল যশ ও নুসরাত নিজেদের প্রেম কাহিনি সামনে আনতে শুরু করেছেন। নেটমাধ্যমে একে অপরের তোলা ছবি দেওয়া থেকে শুরু করে একই ছবি নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া থেকেই বোঝা যায় সময়ের সঙ্গে সম্পর্ক নিয়ে লুকোছাপার জড়তা কেটেছে।
৪ জুন নুসরাতের জীবনের সুখবর ছড়িয়ে পড়ে। তিনি মা হতে চলেছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠমহলের খবর, এক মাসের অন্তঃসত্ত্বা তিনি। খবর ছড়িয়ে পড়ার পরে নুসরত ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তুমি তোমার মতো করে প্রস্ফুটিত হবে।’

অভিনেত্রী এখনও এ বিষয়ে নিজে কিছু বলেননি। তবে তার ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, যশ দাশগুপ্তের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। অন্যদিকে নিখিল জানিয়েছেন, এই সন্তানের জনক তিনি নন। তার কথায়, এখন যে নতুন সঙ্গীর সঙ্গে ও আছে, তার সঙ্গেই ভাল থাক। ঈশ্বর ওদের মঙ্গল করুন।
নেতিবাচকতার মধ্যেও অসংখ্য শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে নেটমাধ্যম। অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করছেন অনুরাগীরা।

ইত্তেফাক/বিএএফ