প্রতিদিনই বেশ সময় যায় ভাবতেই যে ইফতারে সন্ধ্যার জন্য কী তৈরি করা যায়?  তৈরি করতে পারেন চিকেন ললিপপ।  

জেনে নিন সহজ রেসিপি:  

উপকরণ



চিকেন উইংস ২০পিস


আদা বাটা ১ চা চামচ


রসুন বাটা ১ চা চামচ


লেবুর রস ১ চা চামচ


সয়াসস ১ চা চামচ


মরিচ গুঁড়া ১ চা চামচ


অরেঞ্জ ফুড কালার সামান্য (ইচ্ছা)


লবণ স্বাদমতো


তেল পরিমাণমতো।

ব্যাটারের জন্য



ডিম ১ টি


ময়দা ৬ টেবিল চামচ


কর্নফ্লাওয়ার ৪ চা চামচ


মরিচ গুঁড়া ১/৪ চা চামচ


গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ


লবণ স্বাদমতো


পানি ৪ টেবিল চামচ।


প্রথমে চিকেন উইংসগুলো ভালভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। উইংসগুলোকে ললিপপের আকারে কেটে নিন। উইংস, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, সয়াসস, মরিচ গুঁড়া, সামান্য ফুড কালার এবং লবণ মেখে ১ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন।  

অন্য পাত্রে ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার, মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ এবং পানি মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। এবার ফ্রাইপ্যানে তেল গরম করে চিকেন উইংসগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিন।  

পছন্দের সস ও সালাদ দিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ ইয়ামি চিকেন ললিপপ।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২১
এসআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews