দুই সপ্তাহ আগেও পাল্টা শুল্কের সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশসহ প্রতিযোগী দেশগুলোর তৈরি পোশাক রপ্তানির ব্যবসা দখলের ছক কষছিলেন ভারতের ব্যবসায়ীরা। তাঁরা ধরে নিয়েছিলেন যে বাংলাদেশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার ওপর তুলনামূলক বেশি হারে পাল্টা শুল্ক বসবে; আর তাঁদের পণ্যে শুল্ক কম হবে।

অবশ্য সবকিছু উল্টেপাল্টে গেছে। গত ৩১ জুলাই কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার পণ্যে ১৯ শতাংশ এবং বাংলাদেশের পণ্যের ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করলেও ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পাল্টা শুল্ক বসায় মার্কিন প্রশাসন। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় ‘জরিমানা’ হিসেবে গত বুধবার ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য প্রবেশে মোট পাল্টা শুল্ক বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশ। গতকাল বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হলেও ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ বসবে ২১ দিন পর।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews