অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে ইংল্যান্ডে শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (ডব্লিউসিএল)। এবার এই প্রতিযোগিতায় নজর কাড়বে ওয়েস্ট ইন্ডিজ দল। যাদের জার্সিকে বলা হচ্ছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি জার্সি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই টুর্নামেন্টে খেলছেন ক্রিস গেইল, ডোয়েন ব্রাভো ও কাইরন পোলার্ডের মতো বিশ্বখ্যাত তারকারা। তাদের পরা বিশেষ এই জার্সি তৈরি করেছে দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠান। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই জার্সিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারাট স্বর্ণ! প্রতিটি জার্সিতে ৩০, ২০ ও ১০ গ্রাম ওজনের সোনার খোদাই থাকবে, যা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের গৌরবময় ইতিহাস এবং কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে। জার্সি নির্মাতা প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ করণ দুগ্গাল বলেন, ‘ক্লাইভ লয়েড থেকে শুরু করে ক্রিস গেইল পর্যন্ত, ওয়েস্ট ইন্ডিজ একের পর এক দারুণ ক্রিকেটার উপহার দিয়েছে। তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানাতেই এই বিশেষ জার্সি ডিজাইন করা হয়েছে।’১৮ জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews