ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটভুক্ত হতে আগ্রহী নয়টি দলের মধ্যে কৃষক শ্রমিক পার্টিকে নিতে আগ্রহী শরিক দলগুলো। ব্যারিস্টার নাজমুল হুদার তৃণমূল বিএনপিসহ বাকি দলগুলোকে জোটে নেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছেন ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর নেতারা। তাদের মতে, বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ নতুন দল গঠন করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা। অন্যদলের বিদ্রোহী নেতাকে আদর্শিক কারণেই ক্ষমতাসীন দলে নেওয়ার ব্যাপারে তারা আপত্তি  জানান। তাদের মতে, তৃণমূলসহ বাকি আটটি দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র ১৪ দলীয় জোটের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণেই এসব দলকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে নেওয়ার ব্যাপারে তারা আপত্তি জানিয়েছেন। ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপকালে এমন তথ্য পাওয়া গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বুধবার কয়েকটি রাজনৈতিক দল জোটে আসার আগ্রহ ব্যক্ত করে আমাদের সঙ্গে বৈঠক করেছে।’ তিনি বলেন, ‘দলগুলোর মধ্যে একমাত্র ফয়জুল হকের কৃষক শ্রমিক পার্টি ছাড়া আর সব দলের সঙ্গেই আদর্শিক বিরোধ রয়েছে ১৪ দলের।’

শরীফ নুরুল আম্বিয়া আরও বলেন, ‘‘তৃণমূল বিএনপির নেতা ব্যারিস্টার নাজমুল হুদা খালেদা জিয়ার বিরুদ্ধে বিদ্রাহ করেই নতুন দল করেছেন। অন্য দলগুলোর গঠনতন্ত্র-ঘোষণাপত্রও ১৪ দলের সঙ্গে মিলবে না। ফলে আদর্শিক কারণেই জোট ১৪ দলীয় জোটে এসব দলের জায়গা হতে পারে না। তবে, তাদের সঙ্গে কেবল ‘নির্বাচনি জোট’ হতে পারে।’’

গত বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের সঙ্গে বৈঠক করে ৯টি রাজনৈতিক দল। এর মধ্যে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল তৃণমূল বিএনপি রয়েছে। অন্য দলগুলোর মধ্যে গণতান্ত্রিক আন্দোলন, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, সম্মিলিত ইসলামিক জোট, কৃষক শ্রমিক পার্টি, একামত আন্দোলন, জাগো দল, ইসলামিক ফ্রন্ট ও গণতান্ত্রিক জোট। এসব দলের নেতাদের সঙ্গে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বৈঠক করেন। সেখানে দলগুলো ১৪ দলীয় জোটের সঙ্গে অন্তর্ভুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এই বিষয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে অগ্রগতি জানানো হবে বলে মোহাম্মদ নাসিম জানিয়েছেন দলগুলোর শীর্ষ নেতাদের।

জানতে চাইলে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক বলেন, ‘জোটে আসতে চান এমন দলগুলোর বেশিরভাগ নেতাই খালেদা জিয়ার সঙ্গে বিদ্রোহ করে দল গঠন করেছেন। এমন কোনও দলকে জোটে অন্তর্ভুক্ত করে ১৪ দলের আদর্শিক স্পিরিট নষ্ট করার কোনও মান হয় না।’ তিনি বলেন, ‘১৪ দলীয় জোটের শরিক নেতারা গত বুধবারের সভায় উপস্থিত থাকলেও ওই বৈঠকে তারা কোনও অভিমত দেননি।’

আনিসুর রহমান মল্লিক বলেন ‘আমরা কেবল আলোচনা শুনেছি। তবে আমাদের অবস্থান হলো ১৪ দলীয় জোটে নয়, নির্বাচনি জোট বা মহাজোটে আসতে পারে এসব দল।’

এই প্রসঙ্গে জানতে চাইলে মোহাম্মদ নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেশ কিছু দল ১৪ দলীয় জোটে আসতে আগ্রহ প্রকাশ করেছে।’ তিনি বলেন, ‘কয়েকটি দলের নেতাদের সঙ্গে গত বুধবার আমরা বৈঠক করেছি। তাদের কথা শুনেছি। এখন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ নিয়ে জোট সম্প্রসারণের ব্যাপারে এগোবো।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews