এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া প্রথম আলোকে বলেন, গুলি করে হত্যা করার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
থানা–পুলিশ সূত্রে জানা যায়, ইব্রাহিম পেশায় গাড়িচালক ছিলেন। নবোদয় হাউজিংয়ের একটি বাসার তিনতলায় ভাড়া থাকতেন তিনি। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।