অলরাউন্ডিং পারফরম্যান্সে বড় জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বৃহস্পতিবার রাতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগার যুবারা ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক প্রোটিয়া যুবাদের। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল। আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগার যুবারা। ২২ জুলাই সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। বেনোনির উইলোমুর পার্কে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৮৫ রান করে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার ৬১ বলে ৯ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করে হন ম্যাচসেরা। রিজান হোসেন ৫৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় এবং মো. আবদুল্লাহ ৭ বাউন্ডারিতে ৭৬ বলে সমান ৬৩ রান করে করেন। দক্ষিণ আফ্রিকার পেসার বাসন ৪ উইকেট নেন। ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। টাইগার যুবাদের বোলিং তোপে পড়ে ৭০ রানেই ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এতে ১০০ রানের নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে প্রোটিয়ারা। কিন্তু অধিনায়ক মুহাম্মদ বুলবুলিয়ার দৃঢ়তায় দেড় শ পার করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৪ চার ও ৩ ছক্কায় ৭৯ বলে ৭২ রান করেন বুলবুলিয়া। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ২৬ রানে এবং স্বাধীন ইসলাম ২৯ রানে তিনটি করে উইকেট নেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews