ইসরাইলের বিভিন্ন শহরে ফের হামলা শুরু করেছে ইরান। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, হাইফাসহ দেশটির বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে উঠেছে। 

আল-জাজিরা বলছে, ইসরাইলের সামরিক বাহিনী ইরানের হামলা বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, হামলা করা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করা হচ্ছে। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরাইলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। 

এর আগে ইসরাইলের তেল আবির শহরের বাসিন্দাদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিজেদের নিরাপত্তার স্বার্থে তেল আবিবের নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে হবে।

এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘর্ষে ইসরাইল বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে আছি। সোমবার ইসরাইলি বিমানঘাঁটি পরিদর্শনকালে ইসরাইলি প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে তেহরানের আকাশপথের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার দাবি করেন ইসরাইলের সামরিক বাহিনী কর্মকর্তারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews