গত দুটি বিশ্বকাপে বাছাই পর্বই পার হতে পারেনি ইতালি। এবারও কি পারবে? তাদের নিয়ে শঙ্কা আবারও ঝেঁকে বসেছে। বিশ্বকাপ বাছাইয়ে বাজে সূচনা করেছে আজ্জুরিরা। চারবারের চ্যাম্পিয়নরা নরওয়ের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে। অপর দিকে নর্থ মেসিডোনিয়ায় ড্র নিয়ে মাঠ ছেড়েছে বেলজিয়াম। 

ওসলোর বৃষ্টিস্নাত ম্যাচে প্রথমার্ধেই গোল করেছেন অ্যালেক্সান্ডার সরলথ, অ্যান্টোনিও নুসা ও আর্লিং হাল্যান্ড। পরাজয়ের পর ইতালি অধিনায়ক ও গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমার নিজের কাছেও এমন পারফরম্যান্সের ব্যাখ্যা নেই। আমাদের সমর্থকদের জন্য এমন ম্যাচ হতে পারে না। আমাদের এখন আত্মঅনুসন্ধান করতে হবে। এটা মোটেও গ্রহণযোগ্য নয়।’

বাছাইয়ের আই গ্রুপের শীর্ষ দল নরওয়ে। ৩ ম্যাচে তাদের অর্জন ৯ পয়েন্ট। ইতালি অবশ্য নেশন্স লিগে ব্যস্ত থাকায় এই প্রথম খেলার সুযোগ পেয়েছে। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দুইয়ে ইসরায়েল। ইতালি এবার ঘরের মাঠে মুখোমুখি হবে মলদোভার। 

অপর দিকে জে গ্রুপে বেলজিয়াম নর্থ মেসিডোনিয়ার সঙ্গে ১-১ ড্রয়ে বাছাই পর্ব শুরু করেছে। শুরুতে রোমেলু লুকাকুর শট ব্লকড হওয়ার পর ২৮ মিনিটে বেলজিয়ামকে লিড এনে দেন ম্যাক্সিম ডি কুইপার। তার পর জয়ের পথেই ছিল তারা। ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে মেসিডোনিয়াকে সমতায় ফেরান এজগান আলিওস্কি। 

বাছাইয়ে তিন ম্যাচে এখনও অপরাজিত নর্থ মেসিডোনিয়া। কিন্তু ওয়েলসের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে দুইয়ে অবস্থান তাদের। ওয়েলসের পয়েন্ট ৭। তারা সর্বশেষ ঘরের মাঠে লিখটেনস্টেইনকে ৩-০ গোলে হারিয়েছে।

একই গ্রুপে থাকা বেলজিয়াম বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে গোল উৎসব করেছে। জিব্রাল্টারকে বিধ্বস্ত করেছে ৭-০ গোলে। বদলি খেলোয়াড় ফ্রানজো ইভানোভিচ ও আন্দ্রেজ ক্রামারিচ জোড়া গোল করেছেন। একটি করে গোল করেছেন মার্কো পাসালিক, আন্দে বুদিমির ও ইভান পেরিসিচ। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews