হরমোনসমৃদ্ধ ওষুধের পাশাপাশি অন্যান্য ধরনের অ্যান্টি-এজিং ওষুধ আছে বাজারে, যা মূলত কোনো পুষ্টি উপাদানের সাপ্লিমেন্ট। এসব ওষুধ পরিমিত পরিমাণে গ্রহণ করলে সাধারণত তেমন কোনো ক্ষতি হয় না। তবে কোনো কোনো ওষুধ একসঙ্গে গ্রহণ করলে কিছু সমস্যা হতে পারে। এমনকি একটি অ্যান্টি-এজিং ওষুধ গ্রহণ করলেও কখনো কখনো সমস্যা হতে পারে, যদি এর পাশাপাশি কোনো রোগের কারণে বিশেষ কিছু ওষুধ সেবন করতে হয়। তাই অন্য কোনো ওষুধ চলাকালীন যদি অ্যান্টি-এজিং ওষুধ সেবন করতে হয়, তাহলে তা অবশ্যই আগে চিকিৎসককে জানাতে হবে।