হাসপাতালে ভর্তি হওয়া বলিউড অভিনেতা বিক্রম গোখলে বেশ সংকটজনক অবস্থায় রয়েছেন। এমন কী তিনি ডাক্তারদের চিকিৎসায়ও তিনি সাড়াও দিচ্ছেন না। ভারতীয় গণমাধ্যম ‘ই-টাইস’-এর সংবাদে এমনটাই জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন ভেন্টিলেশনে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে। এদিকে আজ (২৪ নভেম্বর) সকালে তার মৃত্যুর গুজব ছড়িয়ে। এই গুজবকে উড়িয়ে দিয়ে তার স্ত্রী জানিয়েছেন, সংকটজনক পরিস্থিতিতেই রয়েছেন বিক্রম গোখলে। অভিনেতার বর্তমান শারীরিক পরিস্থিতি। মাল্টি অরগ্যান ফেলিওর হয়েই হাসপাতলে ভর্তি করা হয়েছিল তাকে।

এদিকে তার এক ঘনিষ্ঠজন রাজেশ বলেন, গত ২৪ ঘণ্টায় খুবই সংকটজনক অবস্থায় ছিল। চিকিৎসকরা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। শেষ ২৪ ঘণ্টা বেঁচে থাকার লড়াইয়ে লড়ছেন। রিপোর্টে জানতে পেরেছি মাল্টি অরগ্যান ফেলিওর হয়েছে। শারীরিক অবস্থার কখন কী পরিণতি ঘটে সেই বিষয় আপডেট দেওয়া হবে। আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেনা না। তবুও চিকিৎসকরা হাল ছাড়ছেন না। সুস্থ করে তোলার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।’

বিক্রম গোখলের স্ত্রী ব্রুশালি বলেন, ‘বুধবার দুপুরে উনি (বিক্রম) কোমায় চলে গিয়েছিলেন। এখন ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। পরিস্থিতি দেখে চিকিৎসকরা শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখনও কারো স্পর্শ অনুভব করতে পারছেন না উনি। তবে পরিস্থিতির উন্নতি ঘটছে না অবনতি কিছুই এখনও বোঝা যাচ্ছে না।’

বিক্রম গোখলে এখন পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রী আরও জানিয়েছেন, হৃদরোগের পাশাপশি কিডনির সমস্যায় রয়েছে বিক্রম গোখেলের।

উল্লেখ্য, বিক্রম গোখলে ১৯৭১ সালে পরওয়ানা ছবির হাত ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু তিনি। হাম দিল দে চুকে সনম, অগ্নিপথ, খুদা গাওয়াহ, হে রাম, ক্রোধ, বলবান, জজবাত, লাকি: নো টাইম ফর লাভ, কিসনা: দ্য ওয়ারিয়র পোয়েট, কুছ তুম কহো কুছ হাম কহে, ভুল ভুলাইয়া, তুম বিন, ব্যাং ব্যাং, ফিরঙ্গী, হিচকি, আইয়ারি, মিশন মঙ্গলেরসহ উল্লেখযোগ্য বেশ কিছু ছবিতে তার অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছেন।

এমএমএফ/জেআইএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews