রাজধানীর সবুজবাগে প্লাস্টিক ভাঙারি ব্যবসায়ী মো. জাকির হোসেন হত্যার ঘটনায় গ্রেফতার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলো– শুকুর আলী, মো. রাজিব ও স্বপন। এছাড়া আসামি আজহার আলী হত্যার দায় শিকার করায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে উপ-পরিদর্শক মো. সামছুল আমিন। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) সকালে সবুজবাগের বাইগদিয়া এলাকার ঝোপের ভেতর থেকে বালু খুঁড়ে জাকির মরদেহ উদ্ধার করে পুলিশ।

জাকির হোসেন সপরিবারে সবুজবাগ থানার বাইগদিয়া এলাকায় থাকতেন। গত ৪ জুন তিনি নিখোঁজ হন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরদিন জাকির নিখোঁজ রয়েছেন বলে তার স্ত্রী রেখা বেগম সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর মধ্যে জাকিরের খোঁজ না পাওয়ায় ১০ জুন আজহার আলীসহ অজ্ঞাতদের আসামি করে সবুজবাগ থানায় একটি অপহরণের মামলা করেন রেখা বেগম।

মামলায় উল্লেখ করা হয়, জাকির বাড়ির পাশে আজহারসহ চার-পাঁচ জনের সঙ্গে বিভিন্ন সময় আড্ডা দিতেন। ৪ জুন সকালে তিনি বাসা থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্দেশে রওনা দিলেও আর ফিরে আসেননি। রাত পৌনে ১২টার দিকে মুঠোফোনে যোগাযোগ করলে জাকির বলেন, তিনি আজহারের বাসায় আছেন। তখন তার সঙ্গে আড়াই লাখ টাকা ছিল। পরে অনেক রাতে আবার আজহারের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। জাকিরকে অপহরণ করা হয়েছে। এরসঙ্গে আজহার জড়িত থাকতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews