টমি লি, ‘বেওয়াচ’ ও ভিডিও চুরি
‘বেওয়াচ’ তাঁকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলে। কিন্তু খ্যাতির সেই পথেই ছিল এক ভয়ংকর বাঁক। ১৯৯৫ সালে টমি লিকে বিয়ের মাত্র চার দিনের মধ্যেই কানকুনের সৈকতে বিয়ে সারেন পামেলা। কিন্তু এ সম্পর্ক খুব বেশি দিন টেকেনি।
দম্পতির ঘর থেকে চুরি হওয়া ভিডিওতে ছিল তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত; দ্রুতই অনলাইনে ছড়িয়ে পড়ে। প্রথম বছরেই তা ৭৫ মিলিয়ন ডলারের বেশি বিক্রি হয়। এ ঘটনায় তাঁদের সম্পর্ক ভেঙে পড়ে। পামেলা লিখেছেন, ‘এটা আমাদের সম্পর্ক ধ্বংস করে দেয়। আজও কেউ কেউ এই কাণ্ড থেকে মুনাফা করে যাচ্ছে, এটা ভয়ংকর।’
পরে এক মারধরের ঘটনায় টমি লির ছয় মাসের জেল হয়। কারণ, তিনি পামেলাকে লাথি মেরেছিলেন, যখন তিনি তাঁদের সাত সপ্তাহ বয়সী সন্তান ডিলানকে কোলে নিয়ে ছিলেন।