ভয়ংকর দাবানলে জ্বলছে পূর্ব কানাডা। হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে কয়েক হাজার কিলোমিটার দূরের আকাশেও। ধোঁয়া যুক্তরাষ্ট্রের একটি বড় অংশের আকাশেও চলে গেছে। এতে দেশটির বিভিন্ন জায়গায় বায়ুদূষণ অসম্ভব বেড়ে গেছে। বয়স্ক ও যাদের গুরুতর অসুখ আছে, তাদের সাবধানে থাকতে বলা হয়েছে।

সাবধান করে দেওয়া হয়েছে গর্ভবতীদের।

কিছুদিন ধরেই কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে আসছিল। কিন্তু এখন কুইবেকে দাবানল থেকে যে ধোঁয়া ছড়াচ্ছে, তা খুবই ক্ষতিকর বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া-সহ বিশাল এলাকায় ধোঁয়া ছড়িয়েছে। স্কুলগুলোতে অনলাইন ক্লাস শুরু করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার ২৬০০টি ফ্লাইট এই ধোঁয়ার জন্য দেরিতে ছেড়েছে। বাতিল হয়েছে অনেক ফ্লাইট।

নরওয়ের বিজ্ঞানীরা বলছেন, সেখানে এই ধোঁয়া আসতে পারে।

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, দাবানল সাধারণত কানাডার পশ্চিম দিকে হয়। তবে এবার হয়েছে পূর্ব দিকে। নোভা স্কটিয়া, কুইবেক, অন্টারিওতে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে এত বিপুল পরিমাণ ধোঁয়া যাচ্ছে।

চলতি বছরে কানাডায় ৩৩ লাখ হেক্টর জমির গাছপালা দাবানলের পুড়ে গেছে।

শুধুমাত্র কুইবেকেই ১৬০টি দাবানল জ্বলছে। দশ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যেতে হয়েছে।

সূত্র- ডয়চে ভেলে

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এমএইচএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews