সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেলের (৫৭) সঙ্গে জর্জ ডব্লিউ বুশের (৭৪) বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে প্রায়ই বিরূপ প্রতিক্রিয়ার কথা শোনা যায়। মিশেলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সেই সম্পর্ক নিয়ে মার্কিনিদের প্রতিক্রিয়ায় হতবাক হয়েছেন জর্জ ডব্লিউ বুশ।

সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, মিশেলের মতো বিরোধীদলের কারও সঙ্গে আমার বন্ধুত্ব নিয়ে আমেরিকানদের বিরূপ চিন্তা! এটি একটি ‘সমস্যা’। 

জর্জ ডব্লিউ বুশ বলেন, ‘আমার মনে হয়, আমেরিকানরা তাদের চিন্তাচেতনায় ব্যাপকভাবে একপেশে। তারা ভাবতেই পারে না জর্জ ডব্লিউ বুশ আর মিশেল ওবামা বন্ধু হতে পারেন। এই বিষয়টি নিয়ে আমেরিকানদের প্রতিক্রিয়া আমাকে হতবাক করেছে বলে মন্তব্য করেন তিনি। 

এর আগে ২০১৬ সালে ওয়াশিংটনে ডিসির স্মিথসোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অব আফ্রিকান আমেরিকান হিস্টোরি অ্যান্ড কালচারে এক অনুষ্ঠানে একে অপরকে জড়িয়ে ধরেন বুশ ও মিশেল। এরপরই দুজনের মধ্যেকার হৃদ্যতা নিয়ে আমেরিকানদের অনেকেই এ নিয়ে গুঞ্জন ছড়ায়।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews