স্টার গ্রাহকদের আকর্ষণীয় মূল্যে বিভিন্ন ব্যাংকিং সেবা প্রদানের উদ্দেশ্যে গ্রামীণফোন লি. এবং ব্র্যাক ব্যাংক যৌথভাবে একটি প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করেছে।

গ্রামীণফোন জানায়, সাধারণ হোম/স্যালারি/অটো/ডক্টরস ঋণের ক্ষেত্র গ্রামীণফোনের স্টার গ্রাহকগণ ব্র্যাক ব্যাংকের সাধারণ সুদের হার থেকে ০.৫০ শতাংশ এবং প্রসেসিং ফি ০.৫০ শতাংশ কম পাবেন। এছাড়াও স্যালারি/ডক্টরস লোন অধিগ্রহণের ক্ষেত্রে সূদের হার ০.৫০ শতাংশ কম হবে।

গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের ভিসা ও মাস্টারস ক্রেডিট কার্ড নিলে বার্ষিক ফি ১০০ ভাগ মওকুফ করা হবে। এই অফার সকল প্লাটিনাম, গোল্ড ও সিলভার কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য।

এই বিশেষ সুবিধা ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী ছড়িয়ে থাকা ১৭৫ শাখায় আগামী ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত পাওয়া যাবে।

গ্রামীণফোনের পরিচালক ও হেড অফ প্রোডাক্ট, হাসিবুল হক এবং ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের ভারপ্রাপ্ত প্রধান আবেদুর রহমান সিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন- ব্র্যাক ব্যাংকের হেড অফ রিটেইল প্রোডাক্টু নাজমুর রহিম, হেড অব রিটেইল সেলস কায়সার হামিদ, হেড অব কর্পোরেট ব্রাঞ্চ শেখ মোহাম্মদ আশফাক, গ্রামীণফোনের হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম, হেড অব সিআরএম এ ই এম সাইদুর রহমান, হেড অব হাই ভ্যালু সেগমেন্ট রেজওয়ান চৌধুরী।

আরএম/এসএইচএস/আরআইপি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews