পর্নোগ্রাফির বিরুদ্ধে রীতিমতো ঘোষণা দিয়ে ‘যুদ্ধে' নেমেছেন বাংলাদেশের এক মন্ত্রী৷ এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে ২০ হাজার ওয়েবসাইট৷ ‘টিকটক' নামের একটি সম্প্রতি জনপ্রিয় হওয়া অ্যাপও বন্ধের ঘোষণা দেয়া হয়েছে৷ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- বিটিআরসির নির্দেশে গত এক সপ্তাহে এই ওয়েবসাইটগুলো বন্ধ করছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো৷ টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেন,‘‘শিশুসহ সব বাংলাদেশি নাগরিকেরজন্য আমি একটি নিরাপদ ইন্টারনেট তৈরি করতে চাই৷ এটি পর্নোগ্রাফির বিরুদ্ধে আমার যুদ্ধ৷ এবং এ যুদ্ধ চলবে৷''




জব্বার জানিয়েছেন, টিকটক এবং বিগো'র মতো কিছু অ্যাপের অপব্যবহার হচ্ছে বলে সেগুলোও ব্লক করা হয়েছে৷ তিনি জানান, ব্লক করে দেয়া ওয়েবসাইটগুলোর বেশিরভাগই বিদেশি৷ তবে গুটিকয়েক বাংলাদেশি সাইটও রয়েছে এর মধ্যে৷ গত বছরের নভেম্বরে হাইকোর্ট পর্নোগ্রাফিক ওয়েবসাইট ও প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি আধেয় (অ্যাডাল্ট কনটেন্ট) ছয় মাসের মধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে ফেলতে সরকারকে নির্দেশ দেয়৷ রোববার বাংলাদেশের এক উঠতি অভিনেত্রীকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে প্রকাশ করা তাঁর কিছু ভিডিও সরিয়ে ফেলতে নির্দেশ দেয়া হয়৷ এরপর জনপ্রিয় এক ইউটিউবার সালমান মুকতাদিরের খোঁজ জানতে চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন মন্ত্রী নিজেই৷ জব্বার জানান, স্থানীয় বিভিন্ন ফেসবুক পাতা, প্রোফাইল, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল সরকারের নজরদারিতে আছে৷ তিনি বলেন, ‘‘এদের কোনো কোনোটি বন্ধ করে দেয়া হয়েছে৷ এছাড়া যা আমাদের সামাজিক মূল্যবোধের সাথে যায় না, এমন কিছু ভবিষ্যতে পোস্ট না করার জন্য সতর্ক করে দেয়া হয়েছে৷''




১৬ কোটিরও বেশি মানুষের দেশে প্রায় এক কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকেন৷ এই ব্যবহারকারীদের ইন্টারনেট সার্চে প্রায়ই ওপরের দিকে থাকেন বিশ্বের বিভিন্ন পর্নো তারকা৷ -ডয়েচে ভেলে




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews