কাশবন মোড় থেকে পিচঢালা সড়ক ধরে হেঁটে সোজা দক্ষিণ দিকে ফেরার পথে শীতল বাতাসের ঝাঁপটা এসে দেহ-মনকে প্রশান্তি দিয়ে গেল। মুহূর্তের মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এসে সড়ক বিভাজকের গাছের নিচে থামতে বাধ্য করল। এম ব্লকের পাশে তিন রাস্তার মোড়ে চটপটি, ঝালমুড়ি ও বুট-বাদামের কয়েকটি ভ্রাম্যমাণ দোকান বসেছে। ফুচকা ও চটপটি বিক্রেতা নুরুন্নাহারের দোকানে সবুজ গালিচায় কিংবা প্লাস্টিকের চেয়ারে বসে ৫০ টাকায় খেয়ে নিতে পারেন এক প্লেট ফুচকা কিংবা চটপটি।

নুরুন্নাহার বললেন, সারা বছরই এখানে মানুষ ঘুরতে আসে। তবে শরৎকালে কাশবন দেখতে ভিড় বাড়ে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে মানু্ষের আনাগোনা বেশি হয়। তখন তাঁর বিক্রিও বাড়ে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews