চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুন্য হাতে বিদায় নিয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড আর ভারতের কাছে হেরে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল। আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। এমন হতাশাজনক এক টুর্নামেন্টের পর সাবেক ক্রিকেটারদের তীক্ষ্ণ বাক্যবাণে বিদ্ধ হচ্ছেন রিজওয়ান-বাবররা।

বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার দায় অনেকেই অধিনায়ক রিজওয়ানের কাঁধে চাপাচ্ছেন। তার এক সময়ের সতীর্থ ও সাবেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমিরও ছাড় দেননি। রিজওয়ানের নেতৃত্ব নিয়ে বলেছেন, ‘রিজওয়ান... (হাসি) তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো!’

‘এক সময় আমি রিজওয়ানকে পছন্দ করতাম, কারণ সে ঘরোয়া ক্রিকেট ও পিএসএলে অধিনায়কত্ব করেছে এবং সেখানে সফল ছিল। তার দল ফাইনালও খেলেছে। কিন্তু হঠাৎ করে ২-৪ মাসের মধ্যে তার সিদ্ধান্তগুলো বদলে যেতে লাগলো। আমি জানি না কেন বা কী হয়েছে, কারণ আমি ২-৪ মাস ধরে তার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করিনি। কিন্তু সে যেভাবে আচরণ করছে, তার সিদ্ধান্তগুলো খুবই অদ্ভুত লাগছে’-যোগ করেন আমির।

রিজওয়ানকে শুরুতে সাহসী অধিনায়ক মনে হলেও পরে তার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে আমিরের মনে। তিনি দাবি করেন, ‘যদি অধিনায়ক বলে যে তার কোনো ক্ষমতা ছিল না, তাহলে সেটা মিথ্যে। তার কাছে ক্ষমতা ছিল। যেভাবে রিজওয়ানকে অধিনায়ক করা হয়েছে, সেভাবে সে চাইলে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু সে তা করেনি। আমি জানি না কেন।’

এছাড়া দল নির্বাচন নিয়েও উচ্চকণ্ঠ আমির। ফখর জামান চোটে পড়ার পর দলে ইমাম-উল-হককে অন্তর্ভুক্ত করা নিয়েও সমালোচনা করেন তিনি। আমির মনে করেন, পাকিস্তান দলে একজন স্পিনার অন্তর্ভুক্ত করা দরকার ছিল, কিন্তু তারা সুযোগ কাজে লাগায়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews