ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৪ জুলাই শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলার ১২তম আসর। তিন দিনের এই মেলায় সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার সুযোগ মিলবে। শুধু স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশের সবচেয়ে বড় এই মেলার আয়োজন করছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকার। প্রতিষ্ঠানটির কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, মেলায় হালনাগাদ মডেলের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের পাশাপাশি আনুষঙ্গিক গ্যাজেটও পাওয়া যাবে। বরাবরের মতো এবারও দেশ-বিদেশের শীর্ষ ব্র্যান্ডগুলো মেলায় অংশ নিচ্ছে। বিশেষ ছাড় ও উপহারও দেবে তারা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার অফিশিয়াল ফেইসবুক পেইজ

www.facebook.com/STExpo এবং প্রযুক্তিবিষয়ক নিউজ পোর্টাল টেকশহরডটকমে (www.techshohor.com) হালনাগাদ তথ্য পাওয়া যাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews