প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে দুইজন করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। দেশটিতে প্রবেশের সময় সীমান্তেই তাদের করোনা সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। তাদের দুজনকে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হয়নি। খবর এএফপির

স্থানীয় সময় সোমবার ফিজির স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত দুজন নাইজেরিয়ায় অবস্থান করছিলেন। গত ২৫ নভেম্বর তারা হংকং হয়ে ফিজিতে আসেন। দুজনই আগে করোনার টিকা নিয়েছিলেন।

এ নিয়ে ফিজির স্বাস্থ্যসচিব জেমস ফং এক বিবৃতিতে বলেন, অমিক্রনে আক্রান্ত দুজনকে সীমান্তে আটকে দেওয়া এটাই ইঙ্গিত দিচ্ছে, এবারের মতো ফিজির অভ্যন্তরে সংক্রমণ এড়ানো গেছে।

ফিজিতে ১০ লাখের মতো মানুষের বসবাস রয়েছে। এখন পর্যন্ত ফিজিতে প্রায় ৭০০ জনের মৃত্যু হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews