দীর্ঘ দিনের বাণিজ্যিক মতান্তর এবং অর্থনৈতিক বিরোধ শেষ করতে সোমবার (২৮ জুলাই) সুইডেনের রাজধানী স্টকহোমে বৈঠক করেছেন চীন ও যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা। এই দুই দেশের বাণিজ্য সমঝোতাকে আরো তিন মাস বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন তারা।
সুইডেনের প্রধানমন্ত্রীর অফিসে এই বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বৈঠকের ভিডিও ফুটেজে চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং-কেও দেখা গেছে। আগামী ১২ আগস্টের মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি না হলে চীনকে নতুন রফতানি শুল্ক দিতে হবে।
ট্রাম্পের এই শুল্কনীতি নিয়ে মে মাসেই কঠোর অবস্থান নেয় চীন। নতুন রফতানি শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের ওপরেও শুল্ক বাড়ায় তারা। একইসাথে রেয়ার আর্থের সরবরাহও বন্ধ করে দেয় চীন।
সোমবার পাঁচ ঘণ্টা বৈঠকের পরে আজ মঙ্গলবার আরো এক দফা বৈঠকে বসার কথা তাদের।
দুই দেশের বাণিজ্য সমঝোতার সময়সীমা আরো তিন মাস বাড়লে অক্টোবরের শেষে বা নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের সম্ভবনাও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সূত্র : ডয়চে ভেলে