আঞ্চলিক ভাষা নাটকটিকে জনপ্রিয় করেছে

রওনক হাসান। নাট্যকার ও অভিনেতা। বাংলাভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক 'লড়াই'। অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ শুরু করেছেন তিনি। নাটক, বিজ্ঞাপন ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-



ঢাকার বাইরে যাচ্ছি ঠিকই, তবে বেশি দূরে নয়, পূবাইল যাচ্ছি। সেখানে আল হাজেনের 'লড়াই' নাটকের কাজ চলছে।

কেমন সাড়া পাচ্ছেন এ নাটক নিয়ে?

সেভাবে খোঁজ-খবর নেওয়া হয়ে ওঠেনি। তবে কাছের কয়েকজন বলেছেন, নাটকের গল্পে পিতা-পুত্রের দ্বন্দ্ব আর সাধারণ মানুষের সে সমস্যাগুলো তুলে ধরা হয়েছে, তা বাস্তবজীবনের ঘটনাগুলো মনে করিয়ে দেয়। তাদের এ কথায় বোঝা যায়, অনেকেই নাটকটি দেখেন। নইলে নির্মাতাও এর পর্ব সংখ্যা বাড়ানোর চিন্তা-ভাবনা করতেন বলে আমার মনে হয় না।

'নোয়াশাল' নাটক নিয়ে এত শোরগোলের কারণ কী?

হাস্যরসাত্মক গল্পের নাটক যদি দর্শকের ভালো লেগে যায়, তাহলে এর সংলাপ থেকে শুরু করে চরিত্রগুলো নিয়ে তারা সর্বত্রই আলোচনা-সমালোচনা করে বেড়ান। 'নোয়াশাল' নাটকের ক্ষেত্র এমন ঘটনা চোখে পড়ছে। মূলত নোয়াখালী আর বরিশালের আঞ্চলিক ভাষা নাটকটিকে জনপ্রিয় করেছে। দর্শক মজা করে যত্রতত্র এ নাটকের সংলাপ বলে বেড়ান।

সামনে ঈদ, নিশ্চয় খুব ব্যস্ত?

সত্যি বলতে কী সারা বছরই ব্যস্ত থাকি। ঈদে সেটা আরেকটু বেড়ে যায়। গত মাস থেকেই ঈদের নাটকের কাজ করছি। এরই মধ্যে অনিমেষ আইচের 'দাদার দেশের জামাই' ও 'শব্দদূষণ' নাটকের কাজ শেষ করেছি। এরপর দার্জিলিং থেকে 'কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট', 'চতুরঙ্গ' ও 'অংশীদার' নামে তিনটি নাটকের কাজ শেষ করে এলাম। এখন আরও কিছু নাটকের কাজ বাকি আছে।

হ একরামুল মোমেন

ফোনে অনেক যানবাহনের শব্দ শুনতে পাচ্ছি। ঢাকার বাইরে কোথাও যাচ্ছেন নাকি?ঢাকার বাইরে যাচ্ছি ঠিকই, তবে বেশি দূরে নয়, পূবাইল যাচ্ছি। সেখানে আল হাজেনের 'লড়াই' নাটকের কাজ চলছে।কেমন সাড়া পাচ্ছেন এ নাটক নিয়ে?সেভাবে খোঁজ-খবর নেওয়া হয়ে ওঠেনি। তবে কাছের কয়েকজন বলেছেন, নাটকের গল্পে পিতা-পুত্রের দ্বন্দ্ব আর সাধারণ মানুষের সে সমস্যাগুলো তুলে ধরা হয়েছে, তা বাস্তবজীবনের ঘটনাগুলো মনে করিয়ে দেয়। তাদের এ কথায় বোঝা যায়, অনেকেই নাটকটি দেখেন। নইলে নির্মাতাও এর পর্ব সংখ্যা বাড়ানোর চিন্তা-ভাবনা করতেন বলে আমার মনে হয় না।'নোয়াশাল' নাটক নিয়ে এত শোরগোলের কারণ কী?হাস্যরসাত্মক গল্পের নাটক যদি দর্শকের ভালো লেগে যায়, তাহলে এর সংলাপ থেকে শুরু করে চরিত্রগুলো নিয়ে তারা সর্বত্রই আলোচনা-সমালোচনা করে বেড়ান। 'নোয়াশাল' নাটকের ক্ষেত্র এমন ঘটনা চোখে পড়ছে। মূলত নোয়াখালী আর বরিশালের আঞ্চলিক ভাষা নাটকটিকে জনপ্রিয় করেছে। দর্শক মজা করে যত্রতত্র এ নাটকের সংলাপ বলে বেড়ান।সামনে ঈদ, নিশ্চয় খুব ব্যস্ত?সত্যি বলতে কী সারা বছরই ব্যস্ত থাকি। ঈদে সেটা আরেকটু বেড়ে যায়। গত মাস থেকেই ঈদের নাটকের কাজ করছি। এরই মধ্যে অনিমেষ আইচের 'দাদার দেশের জামাই' ও 'শব্দদূষণ' নাটকের কাজ শেষ করেছি। এরপর দার্জিলিং থেকে 'কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট', 'চতুরঙ্গ' ও 'অংশীদার' নামে তিনটি নাটকের কাজ শেষ করে এলাম। এখন আরও কিছু নাটকের কাজ বাকি আছে।হ একরামুল মোমেন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews