এপি : ইরান বারবার ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। বিষয়টি প্রমাণ করছে যে, ইসরাইল প্রাথমিক হামলায় ইরানের একাধিক সামরিক কমান্ডার হত্যা করলেও তেহরান দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এমনটাই জানিয়েছেন এক বিশ্লেষক।

কোয়িন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফট-এর ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি বলেছেন, ‘ইসরাইলীরা ইরানের ঘুরে দাঁড়ানোর সক্ষমতাকে অবমূল্যায়ন করেছে।’

পারসি আরও বলেন, ‘ইসরাইলীরা ভেবেছিল তারা ইরানের কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। কিন্তু সেই ধারণা খুব দ্রুতই ভুল প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা এখন যা দেখছি, তা হলো—ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব স্তর ভেদ করে ঢুকতে সক্ষম হয়েছে।’

এমন এক সময়ে পারসি এই মন্তব্য করেন, যখন সোমবার ভোররাতে ইসরাইলের একাধিক স্থানে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

অবশ্য ইরান-ইসরাইল হামলা-প্রতি হামলায় উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে। কারণ এরইমধ্যে ইরান ও ইসরাইল পরস্পরের বিরুদ্ধে হামলার পরিসর বাড়াচ্ছে। তেহরানের বাসিন্দারা রাজধানী ছেড়ে নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর ইসরাইলে রাতভর বিস্ফোরণ ও আগুন দেখা গেছে। আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত শুক্রবার থেকে ইসরাইলের নজিরবিহীন ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, অভিজাত রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান, বিমানবাহিনী প্রধান এবং একজন সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান নিহত হন। পাল্টা জবাবে ইরানও ইসরাইলের ওপর প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। এ হামলায় এখন পর্যন্ত ১৯ ইসরাইলী নিহত হয়েছে। আর ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাদের অন্তত ২২৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে শিশুও রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews