জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভয়ভীতি প্রদর্শন এবং প্রার্থিতা প্রত্যাহারে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অভিযুক্ত আরিফুর সাদী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের রফিক-জব্বার হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভুক্তভোগী তানজিম হোসেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী। তিনিও একই হলের এজিএস প্রার্থী। সোমবার তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন, ২০ আগস্ট রাত ১০টার দিকে আমাকে হলের কমন রুমে ৫২তম আবর্তনের কিছু ভাই ডাকেন। সেখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদী আমাকে ভয় দেখান। বলেন, তারা ৫৩তম আবর্তনকে কোনো পদ নিতে দেবে না, আমি যে সিদ্ধান্ত নিয়েছি, তা আমার জন্য ক্ষতিকর ও ধ্বংসাত্মক হবে। তিনি আরও অভিযোগ করেন, ২৬ আগস্ট একটি ফেক জিমেইল থেকে আমার কাছে ওই দিনের ঘটনার অডিও ক্লিপটি আসে, যেখানে উপরোক্ত হুমকিমূলক মন্তব্যগুলো স্পষ্টভাবে শোনা যায়। এ ঘটনার পর থেকে আমি মানসিক চাপে আছি এবং নিজের জীবন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে অভিযুক্ত সাদী বলেন, আসলে হুমকি নয়, বড় ভাই হিসাবে পরামর্শ দিয়েছি। বলেছি যে, দেখো তোমরা ভিন্ন পদে দাঁড়াতে পারো, এতে নিজেদের মধ্যে মনোমালিন্য হবে না। অডিও ক্লিপে কাটছাঁট করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে রফিক-জব্বার হল সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান ভুঁইয়া বলেন, অভিযোগটি প্রক্রিয়াধীন আছে, আমরা বিভিন্ন পক্ষের কাছ থেকে ঘটনার শুনানি নিচ্ছি।

কোনো অপশক্তি নির্বাচন আটকাতে পারবে না-প্রক্টর : বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি ফ্যাসিস্ট শিক্ষকদের বিচার না হলে জাকসু নির্বাচন ‘হতে দেব না’ বলে হুমকি দিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও ছাত্রদল প্যানেলের কার্যকরী সদস্য প্রার্থী হামিদুল্লাহ সালমান। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে নির্বাচন কমিশনের সঙ্গে প্রার্থীদের আলোচনা সভায় এমন হুমকি দেন তিনি। তার বক্তব্যের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, কোনো অপশক্তি জাকসু নির্বাচন আটকাতে পারবে না। যথাসময়ে নির্বাচন হবে।

ব্যালট পেপারে প্রার্থীদের ডাকনাম : নির্বাচনের ব্যালট পেপারে প্রার্থীদের ডাকনাম সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যালট পেপারে প্রার্থীদের মূল নামের সঙ্গে ডাকনাম সংযোজন করার জন্য আগামী ২ সেপ্টেম্বর বিকাল ৪টার মধ্যে কমিশন বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews