উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আমজাদ হোসেন ও তাঁর ছেলে আসিফ হাসানকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

১০ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে মমতাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বাসচালক আলমগীর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে ৩ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে আমজাদ হোসেন ও তাঁর ছেলে গ্রেপ্তার হন। পুলিশ বলে, সেদিন তাঁদের বাসা থেকে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা, বেশ কিছু বিদেশি মুদ্রা, ১১টি আইফোন ও বিভিন্ন ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি উদ্ধার করা হয়। এই ঘটনায় আমজাদ হোসেন ও তাঁর ছেলের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

আমজাদ হোসেন সবশেষ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। তিনি ২০২০ সালে অবসরে যান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews