‘কোনো উপায় নেই, আমাকে পছন্দ না হলেও ভোট আমাকেই দিতে হবে’-এমন আকুতি ডোনাল্ড ট্রাম্পের। ফক্স টিভির সাথে আসন্ন নির্বাচন নিয়ে পেনসিলভেনিয়া স্টেটের রাজধানী হ্যারিসবার্গে কথোপকথনকালে (বুধবার) ট্রাম্প উল্লেখ করেছেন যে, অনেক ভোটারই তাকে পছন্দ করেন না।
তাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘তোমরা কোন চান্স নিতে যেও না। কারণ, তোমাদের কোন চান্সই নেই। তোমাদের সামনে আমি রয়েছি।’ ট্রাম্প যোগ করেন, ‘তোমরা যদি আমাকে একেবারেই পছন্দ না করো, তোমরা সেখানে বসতে পারো, বলতে পারো, ‘আমি ঐ লোকটির (কমলা) পাশে দাঁড়াতে পারি না। কিন্তু কোন উপায় নেই যে তাকে আমি ভোট দিতে পারবো।’
ঘণ্টাব্যাপী কথোপকথনকালে ভোটারগণের পক্ষ থেকে কোন প্রশ্নের সুযোগ ছিল না। অনর্গল কমলা হ্যারিসের বিষোদগার করার সময় একপর্যায়ে খেই হারিয়ে ফেলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন থেকে গত জুলাই মাসে সরে দাঁড়িয়েছেন বাইডেন। সেটি ভুলে গিয়ে অথবা স্মরণশক্তি কমে যাওয়ায় বাইডেনকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে বলেন, ‘নিউ হ্যামশায়ার স্টেটের ভোটাররা কখনোই প্রেসিডেন্ট যো বাইডেনকে ভোট দেবেন না’। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া চলছে ভোটের ময়দানে।বিডি প্রতিদিন/নাজমুল