শনিবার দুম্মার আবাসিক এলাকায় অবস্থিত একটি গুদামে বিস্ফোরণটি ঘটেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

কিন্তু বার্তা সংস্থা রয়টার্সকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুরো দামেস্ক থেকে শোনা যাওয়া বিস্ফোরণটি দুম্মার ও কুদসাইয়ার মধ্যবর্তী পার্বত্য এলাকা থেকে এসেছে বলে মনে হয়েছে।

ওই পার্বত্য এলাকায় সেনাবাহিনীর বড় কয়েকটি ইউনিটের অবস্থান রয়েছে।

দামেস্কের দক্ষিণাঞ্চলীয় ও উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে হিজবুল্লাহসহ ইরানের সমর্থিত অন্যান্য মিলিশিয়া বাহিনীগুলোর ঘাঁটি রয়েছে বলে পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো জানিয়ে আসছে। নিজের অস্তিত্বের জন্য ইরানকে হুমকি বলে মনে করা ইসরায়েল বিভিন্ন সময় এসব এলাকায় হামলা চালিয়েছে।

সিরিয়ার অধিকাংশ এলাকা এক সময় ইসলামিক স্টেটসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। কিন্তু ইরান ও রাশিয়ার সামরিক সহযোগিতায় প্রেসিডেন্টে বাশার আল আসাদের অনুগত সরকারি বাহিনী অধিকাংশ এলাকাই পুনরুদ্ধার করেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews