২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। এবার গড় পাশের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। গতবারের তুলনায় কম। গতবার পাশ ছিল ৮৩.০৪ শতাংশ। 

এবারও প্রতি বছরের মতো ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। এ ফল প্রকাশ নিয়ে বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল পরীক্ষার্থীদের উদ্দেশে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। 

পোস্টে অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন নয়। তিনি বলেন, জীবনে মানুষের মতো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সার্টিফিকেট। 

আরও পড়ুন

আরও পড়ুন

যে কারণে অপয়া তকমা পান বিদ্যা বালান

যে কারণে অপয়া তকমা পান বিদ্যা বালান

সামাজিক মাধ্যমে দেওয়া অভিনেত্রীর পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা একাত্মতা প্রকাশ করেছেন। এক নেটিজেন লিখেছেন—একদম ঠিক বলেছ আপু। তবে মানুষ মনে করে পড়াশোনাই জীবন, এর বাইরে কিছুই নেই। আরেক নেটেজেন লিখেছেন—সফলতা এমনি এমনি আসে না, এর জন্য কঠোর পরিশ্রম ও ধৈর্য দরকার।

এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews