টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের কৃষি জমি থেকে ফিরোজ মিয়া (৪৮) নামে এক প্রবাসীর অর্ধনগ্ন লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার তরফপুর ইউনিয়নের মাটিয়াগাড়া তিন রাস্তার মোড়ের কৃষি জমির আইল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফিরোজ মিয়া তরফপুর মাটিয়াগাড়া এলাকার মরহুম জাহাঙ্গীর আলমের ছেলে। চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন তিনি।

পুলিশ জানায়, ফিরোজের মাথায় রক্তাক্ত জখম রয়েছে। সোমবার রাতের কোনো এক সময় তাকে খুন করা হয়েছে। তবে এই খুনের ব্যাপারে পুলিশ সুস্পষ্ট কিছু জানাতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক ব্যক্তি জানান, ফিরোজ মিয়া ওই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। এই পরকীয়ার জের ধরে সে খুন হতে পারে বলে ধারণা তাদের।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। মামলার প্রস্তুতি চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews