রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক আগারগাঁও থেকে মিরপুর পর্যন্ত ৬০ ফুট রাস্তা দ্রুত সংস্কার ও মিরপুর সড়কের সঙ্গে সংযুক্ত অংশ প্রশস্ত করার দাবিতে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ঢাকা মহানগর উত্তর ও যুব পার্টি ঢাকা মহানগর উত্তর। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিরপুর-আগারগাঁও সংযোগস্থলে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর এবি পার্টির আহ্বায়ক সেলিম খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সামিউল ইসলাম সবুজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। এছাড়া বক্তব্য রাখেন এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, গাজী ছাবের আহমেদ, মাসুদুল ইসলাম মাসুদ, মিরপুর মডেল থানার আহবায়ক শেখ মনিরুজ্জামান মনি, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মাহফুজুর রহমান ইমতু, পল্লবী থানা আহবায়ক মাহমুদুল হাসান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্ণেল (অব.) দিদারুল আলম বলেন, “আগারগাঁও থেকে মিরপুর পর্যন্ত ৬০ ফুট রাস্তা শুধুমাত্র মিরপুরবাসীর জন্য নয়, এটি রাজধানীবাসীর একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। অথচ বছরের পর বছর অবহেলা ও সংস্কারের অভাবে দীর্ঘ সময় যানজটে এটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরকার দ্রুত পদক্ষেপ না নিলে জনগণের ক্ষোভ আরও বাড়বে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে দাবি আদায়ের জন্য জনগণকে রাস্তায় নামতে হবে, এটি আমাদের জন্য লজ্জার। কিন্তু জনগণের ভোগান্তি সরকার উপেক্ষা করলে আন্দোলনের বিকল্প থাকবে না।” তিনি আরও বলেন, ঢাকার ব্যস্ততম এই সড়কটির বেহাল দশা প্রতিদিন মানুষের যাতায়াতকে দুর্বিষহ করে তুলছে। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীদের জন্য এ সড়ক দিয়ে চলাচল এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যানজট এবং সংকীর্ণ অংশের কারণে হাজারো মানুষ প্রতিদিন দুর্ভোগে পড়ছে।
বিশেষ অতিথির বক্তব্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বলেন—“আগারগাঁও থেকে মিরপুর পর্যন্ত ৬০ ফুট রাস্তা রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার ও প্রশস্তকরণের কাজ থেমে থাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছেন। যানজট নিরসন ও রাজধানীর নাগরিক ভোগান্তি কমাতে এ সড়কটির সংস্কার ও প্রশস্তকরণ এখন সময়ের দাবি। এবি পার্টি জনগণের পক্ষ থেকে এই ন্যায্য দাবিকে জোরালোভাবে তুলে ধরছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই— রাজধানীর উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে কোনো ধরনের গাফিলতি চলতে পারে না। কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে কিংবা বিশেষ সুবিধার কারণে এই সড়ক প্রশস্তকরণের কার্যক্রম থেমে থাকতে পারে না। এটি শুধু একটি রাস্তার উন্নয়ন নয়, বরং লাখো মানুষের যাতায়াত ও জীবনের সঙ্গে জড়িত একটি বিষয়। তাই আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং রাজধানীবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে।”
সভাপতির বক্তব্যে সেলিম খান বলেন, “সিটি কর্পোরেশনকে দ্রুত এ সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিতে হবে। কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কারণে রাজধানীর অন্যতম ব্যস্ত এ সংযোগ সড়ককে প্রধান সড়কের সঙ্গে যুক্ত করা আটকে দেওয়া যাবে না। জনগণের স্বার্থে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।” সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়। তাই জনগণের দুর্ভোগ লাঘবে অবিলম্বে সংস্কার ও প্রশস্তকরণ কাজ শুরু করার দাবি জানান তিনি।
মানববন্ধনে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ প্রচার আজাদুল ইসলাম আজাদ, পল্লবী থানার আহবায়ক আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম সাচ্চা, সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, নারী নেত্রী আমিনা আজীম, সদস্য সচিব ইসরাত জাহান লিজা, কাফরুল থানা সমন্বয়ক রামিম হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বাসিন্দারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।