ঈদুল আজহায় তাণ্ডব চালাতে আসছেন শাকিব খান। নির্মাতা রায়হান রাফি আবারও নতুন লুকে হাজির করছেন তাকে। এবার এলো ‘তাণ্ডব’ সিনেমার টাইটেল ট্র্যাক!

২৮ মে গানটি প্রকাশ করে আলফা আইয়ের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এলো ‘তাণ্ডব’র টাইটেল সং! ধ্বংস, বিপর্যয়, আতঙ্ক মিলে তাণ্ডব! জ্বলে উঠেছে ধ্বংসের লাল সংকেত! এই ঈদে আসছে তাণ্ডব, রক্তে আগুন ধরাবে তার প্রতিটা বিট!’







টাইটেল ট্র্যাকের শুরুর কথাগুলো এমন- প্রতিহিংসা ও রাজকতা মুছে যায় না/ তাণ্ডব হয়ে যাবে টিকে থাকা হায়েনা/প্রতিবারই যম হয়ে আসে প্রলয়ের ভয়/যেন ভিত্তিহারা,ধ্বংস ছাড়া কিচ্ছু দেখায় না।

আগে থেকেই ‘তাণ্ডব’ ঘিরে শাকিব ভক্তদের দর্শক উন্মাদনা তুঙ্গে ছিল। এবার সেই উন্মাদনা আরো বাড়িয়ে দিল এই ট্র্যাকটি।

১ মিনিট ৩৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গিয়েছে শাকিব ঝড়! বিটে বিটে চলেছে অ্যাকশন ও ধ্বংসের পায়তারা। এক কথায় তাণ্ডব চালিয়েছেন তিনি।

মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসতেই শাকিবিয়ানদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। প্রিয় নায়ককে প্রশংসায় ভাসাচ্ছেন তারা। একজন সেখানে মন্তব্য করেছেন, ‘শাকিব খানের তাণ্ডব সিনেমটা অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে!’ আরেকজন লিখেছেন, ‘জীবনে প্রথম বাংলা মুভির গান একসাথে এতবার শুনলাম। কম্পোজিশন আগুন!’ অন্য আরেকজন লিখেছেন, ’কী দেখলাম আমি, বিশ্বাস করতে পারছিনা এটা বাংলাদেশের!!কি ভিজিএম রে ভাই! আর পাওয়ারফুল কণ্ঠ!’

শাকিব খান





বলা প্রয়োজন, ভিডিওটির মিউজিক কম্পোজ করেছেন তানভির আহমেদ। কণ্ঠ ও সুর করেছেন শিফাত আবদুল্লাহ আবির।

রায়হান রাফি এবং শাকিব খান একসঙ্গে হয়েছেন মানেই সেখানে নতুন কিছু ঘটতে চলেছে, এমনটা ভাবাই বাহুল্য। তবে এবারের দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী।

শাকিব খান





উল্লেখ্য, এই সিনেমার ক্যামিও চরিত্রে হাজির হচ্ছেন আফরান নিশো এবং সিয়াম আহমেদ। সেটিও দর্শককে বেশ আগ্রহী করে তুলেছে। তাছাড়া, প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন অভিনেত্রী সাবিলা নূর। সবমিলিয়ে ‘তাণ্ডব’ সিনেমাহলে আসলেই তাণ্ডব চালাবে, এমনটাই বিশ্বাস শাকিব ভক্তদের।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews