বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

শুক্রবার ১৮ জুলাই সন্ধ্যায় লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠক প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট স্থায়ী হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক কার্যক্রম, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির কূটনৈতিক ভূমিকা নিয়ে গভীর আলোচনা হয়।

এ সময় এম নাসের রহমান মৌলভীবাজার জেলা বিএনপির অগ্রগতি, মাঠপর্যায়ের কর্মীদের ভূমিকা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন, তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরেছে, জনগণের প্রত্যাশাও দিনদিন স্পষ্ট হচ্ছে।

তারেক রহমান দলীয় এই জ্যেষ্ঠ নেতাকে তৃণমূলকে আরও সংগঠিত ও গতিশীল করার নির্দেশনা দেন। একই সঙ্গে প্রবাসে অবস্থানরত নেতাকর্মীদের সমন্বয়ে আন্তর্জাতিক পরিসরে বিএনপির উপস্থিতি ও কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।



বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের কৌশল, সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিয়েও গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।
অনেকে এই সাক্ষাৎকে বিএনপির নেতৃত্ব ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ও ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews