পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে দেশের মোবাইল ফোন অপারেটর ও অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের বিশেষ সঙ্গীত উৎসব ‘বাংলালিংক ভাইব ফেস্ট’।

এই উদ্যোগে থাকছে তিনটি ভিন্ন আয়োজন। এগুলো হল– ‘বাংলালিংক ভাইব স্টুডিও’, ‘বাংলালিংক ভাইব ডে’ ও ‘বাংলালিংক ভাইব আওয়ার’।

এটি প্রতিষ্ঠানটির সঙ্গীত ভিত্তিক প্ল্যাটফর্ম ‘বাংলালিংক ভাইব’-এর অন্তর্ভুক্ত এ ধরনের প্রথম উদ্যোগ। জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর আকর্ষণীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে ওয়েবভিত্তিক সঙ্গীত অনুষ্ঠান ‘বাংলালিংক ভাইব স্টুডিও’ শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। অন্যান্য জনপ্রিয় ও সম্ভাবনাময় শিল্পীরা এই প্ল্যাটফর্মে বছরব্যাপী সঙ্গীত পরিবেশনা করবেন।

বাংলালিংক-এর অফিসিয়াল ফেসবুক পেজে এই পরিবেশনাগুলো উপভোগ করা যাবে। নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৩-১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘বাংলালিংক ভাইব ডে’। এই আয়োজনে জনপ্রিয় ব্যান্ডের সঙ্গে সঙ্গীত পরিবেশন করবে ক্যাম্পাসের শিল্পীরা।

ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চিরকুট, নেমেসিস, অ্যাভয়েডরাফা, আরবোভাইরাস ও অন্যান্য ব্যান্ডের পরিবেশনা উপভোগ করতে পারবেন সঙ্গীতপ্রেমীরা। ওই আয়োজন দুটির পাশাপাশি থাকছে বাংলালিংকের একটি অভিনব উদ্যোগ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews