বহু দেনদরবারের পর অবশেষে কয়েক দিন আগে ফিলিপ কুতিনহোকে ডেরায় ভিড়িয়েছে বার্সেলোনা। এবার অ্যান্তোনিও গ্রিজম্যানকে টানার চেষ্টা করছে ক্লাবটি।

এতে নাকি ভেটো দিয়েছেন দলের প্রভাবশালী খেলোয়াড় লিওনেল মেসি। তার দাবি- গ্রিজম্যান নয়, দলে ভেড়ানো হোক পাওলো দিবালাকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মি ওটরা লিগা বলছে, পুরো দলের স্বার্থেই ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যানকে ভেড়াতে চায় বার্সা কর্তৃপক্ষ। তবে এর ঘোরবিরোধী মেসি। খুদে জাদুকর সরাসরি জানিয়ে দিয়েছেন- ‘গ্রিজম্যান নয়, যদি ভেড়াতেই হয় তা হলে দিবালাকে ভেড়ান।’

যদিও এর পরিপ্রেক্ষিতে বার্সা কর্তৃপক্ষের কোনো ভাষ্য পাওয়া যায়নি।

গত কয়েক বছর ধরেই আলো ছড়িয়ে যাচ্ছেন দিবালা। চলতি মৌসুমেও ফর্মের তুঙ্গে রয়েছেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। এখন পর্যন্ত মৌসুমে ২৮ ম্যাচে করেছেন ১৭ গোল।

চলছে ইউরোপের দলবদলের মৌসুম। দিবালার ওপর পাখির চোখ করে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জুভেন্টাস তারকাকে নাকি দলে ভেড়াতে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে ম্যানইউ। এবার চাউর হল- বার্সার কথাও।

কাতালান ক্লাবটিতে অগাধ প্রভাব রয়েছে মেসির। প্রতিবার দলবদলে তা স্পষ্ট হয়ে ওঠে। তার চাওয়াতেই তো অ্যানফিল্ড থেকে ন্যু ক্যাম্পে কুতিনহোকে ভিড়িয়েছে বার্সা। এবার চাচ্ছেন দিবালাকে।

এখন দেখার বিষয়, আর্জেন্টাইন সতীর্থকে টানতে বার্সাকে কতটা প্রভাবিত করতে পারেন ফুটবলের বরপুত্র।

তথ্যসূত্র: এক্সপ্রেস ডট ইউকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews