ঢাকা: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে সংযোজিত হলো কোস্টগার্ডের পেট্রল জাহাজ। এই জাহাজের মাধ্যমে নৌ-দস্যুতা ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী সোমবার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বাংলাদেশ কোস্টগার্ডের সদর দপ্তরে এ সাক্ষাৎ হয়। এরপর কোস্টগার্ডের সিনিয়র কর্মকর্তাদের উপস্থিতিতে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে জাহাজটি হস্তান্তর করা হয়।

এসময় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক কোস্টগার্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিজ্ঞান জাদুঘরের প্রতিটি কাজ প্রযুক্তিভিত্তিক। বাংলাদেশের নীল অর্থনীতির বিকাশে কোস্টগার্ডের অবদান অনন্য। কোস্টগার্ডের কার্যক্রমে বিজ্ঞান ও প্রযুক্তির সম্পৃক্ততা প্রয়োজন। এ লক্ষ্যে বিজ্ঞান জাদুঘর কোস্টগার্ডের সহযোগী হয়ে কাজ করবে।

অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক বিজ্ঞান জাদুঘরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২০
এসএমএকে/এএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews