ভিসা দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিকমানের সেবা নিশ্চিত করায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন (আইএসও) সনদ পেয়েছে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পরিচালিত ভিসা কেন্দ্রটি গতকাল বৃহস্পতিবার ওই সনদ পেয়েছে।

আজ শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশন টুইটারে এ তথ্য জানিয়েছে।

ভারতীয় হাইকমিশনের টুইটারে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) মানসম্মত সেবা নিশ্চিত করায় আইএসও ৯০০১: ২০১৫ সনদ লাভ করেছে।’

২০১৮ সালের ১৪ জুলাই যমুনা ফিউচার পার্কে সমন্বিত ভিসা আবেদন কেন্দ্রটি উদ্বোধন  করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews