বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আজ উজ্জীবিত সিলেট সিক্সার্সের মুখোমুখি হচ্ছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস। নিজেদের শেষ দুই ম্যাচের ভিন্ন ফল নিয়ে মাঠে নামছে তারা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ২টায়। একই মাঠে সন্ধ্যা ৭টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে খুলনা টাইটানস। আজ ও আগামীকাল টানা দুটি করে ম্যাচ রয়েছে সিলেট ও খুলনার।

ঢাকায় টানা চার ম্যাচে জয় পাওয়া ঢাকা ডায়নামাইটস বুধবার প্রথম ম্যাচে সিলেটে রাজশাহী কিংসের কাছে ধরাশায়ী হয়। এবারের লিগে এটি তাদের প্রথম হার। দিনের শেষ ম্যাচে সিলেট সিক্সার্স শক্তিশালী রংপুর রাইডার্সকে হারিয়ে লিগে পায় দ্বিতীয় জয়। পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ঢাকা। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে সিলেটের অবস্থান ষষ্ঠ স্থানে।

আগের ম্যাচ জিতে উজ্জ্বীবিত সিলেট সিক্সার্স আজকের ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। শেষ ম্যাচের পরাজয় ভুলে জয়ে ফিরতে চায় ঢাকা। জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে দু’দল মাঠে নামছে। আগামীকাল শনিবার দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্স ফের মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। একই দিনে সিলেট পর্বের শেষ ম্যাচে খুলনা মোকাবেলা করবে চিটাগং ভাইকিংসকে।

সিলেটে একমাত্র ম্যাচটি খেলতে আজ সিলেট আসবে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দলটি। সিলেট পর্বের দুটি ম্যাচ খেলে গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরে গেছে রাজশাহী কিংস। আজকের ম্যাচকে সামনে রেখে গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন করেছে ঢাকা ডায়নামাইটস। সিলেট সিক্সার্স নামেনি মাঠে। তারা আজ সকালে অনুশীলন করতে পারে।

এদিকে ইনজুরির কারণে বিপিএলের মাঝপথে সিলেট পর্ব শেষে অস্ট্রেলিয়া ফিরছেন ডেভিড ওয়ার্নার। বুধবার রংপুরের বিপক্ষে মাশরাফি মুর্তজার একটি শট বাউন্ডারি লাইনে ঠেকাতে গিয়ে কনুইতে আঘাত পান তিনি। ব্যথা বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়া ফিরতে হচ্ছে তাকে। সিলেটের দুটি ম্যাচ খেলে আগামী ২১ জানুয়ারি তিনি বাংলাদেশ ত্যাগ করতে পারেন।

ওয়ার্নারের চোট-সমস্যা নিশ্চিত করেছেন সিলেট সিক্সার্সের মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম কানন। তিনি জানান, ওয়ার্নার সিলেটে আজ ও আগামীকালের দুটি ম্যাচ খেলবেন। তিনি জানান, তার জায়গায় দলে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার ওয়েইন পারনেল।

এবারের আসরে সিলেট শিবিরে রয়েছেন সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরান। ডেভিড ওয়ার্নার চলে গেলে দলের সঙ্গে যোগ দিচ্ছেন পারনেল। চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে সিলেট। শিরোপা লড়াইয়ে ফিরতে হলে বাকি ম্যাচগুলোর প্রায় সবক’টিতেই জিততে হবে দলটিকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews