অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলা দেখানোর স্বত্ব ফক্সটেলের। বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার খেলা দেখানোর স্বত্বও তাদেরই। ইংল্যান্ড ও ভারতের ঘরের মাঠের ম্যাচগুলোও অস্ট্রেলিয়ায় দেখানোর স্বত্ব ফক্সটেলের। আইসিসির বৈশ্বিক প্রতিযোগিতাগুলোও অস্ট্রেলিয়ায় সম্প্রচার করে তারাই। সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, আগামী বছর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রস্তাবিত পাকিস্তান সফরের ম্যাচগুলোর স্বত্বও কেনার সম্ভাবনা আছে ফক্সটেলের। কিন্তু বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটাকে তারা অনাকর্ষণীয় মনে করছে।

অস্ট্রেলিয়ার অন্যান্য টেলিভিশন চ্যানেলও এ সিরিজ নিয়ে আগ্রহ দেখায়নি। বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না, এটাই ধরে নিয়েছে তারা। সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর এই প্রবণতা অনেক দেশের ক্রিকেট বোর্ডের জন্যই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, বড় দলগুলোর খেলা ছাড়া অন্য সিরিজে তাদের আগ্রহ নেই।

সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, সিরিজের সম্প্রচার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ফক্সটেলকে খেলা দেখানোর স্বত্ব কেনার প্রস্তাব দিলে ফক্সটেল একপর্যায়ে জানায়, তারা খেলা দেখাতে পারে, কিন্তু বিনিময়ে কোনো টাকাপয়সা দিতে পারবে না। টি-টোয়েন্টি সিরিজ শুরুর এক দিন আগে ১ আগস্ট আবারও ফক্সটেলকে অস্ট্রেলিয়ায় খেলা দেখানোর প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ফক্সটেলের অবস্থান তখনো বদলায়নি। এ বিষয়ে সিডনি মর্নিং হেরাল্ডকে কোনো বক্তব্যও নাকি দিতে রাজি হয়নি ফক্সটেল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews