একাদশ আইপিএলে টানা দ্বিতীয়বার লো-স্কোরিং ম্যাচ নিজেদের করে নিল সানরাইজার্স হায়দরাবাদ৷ নিজেদের স্কোরবোর্ডে মাত্র ১৩২ রানের পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে প্রীতি জিনতার পাঞ্জাবের বিরুদ্ধে ১৩ রানে জয় পেল সাকিব আল হাসানের দলটি৷

নির্ধারিত ২০ ওভারের চার বল বাকি থাকতে পাঞ্জাবকে ১১৯ রানের বেঁধে ফেলে হায়দরাবাদ৷ শেষ ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ১১৮ রানের পুঁজি নিয়ে লড়তে নেমে রোহিতদের ৮৭ রানে অলআউট করে দিয়েছিল দলটি৷ মুম্বাইয়ের পর এবার পাঞ্জাবের বিরুদ্ধেও লো-স্কোরিং ম্যাচে শেষ হাসি হাসল উইলিয়ামসনরা৷ ১৩ রানে ম্যাচ জিতে পাঞ্জাবের বিজয়রথ থামাল সানরাইজার্স৷

এদিন ১৩৩ রান তাড়া করতে নেমে গেইল-রাহুল শুরুটা ভালো করলেও পাঞ্জাবের মিডল অর্ডার অশ্বিন-প্রীতির চিন্তা বাড়াল৷ গেইল-রাহুল জুটিতে ওঠে ৫৫ রান৷ রাহুল ৩২ ও গেইল ২৩ রান করে ডাগআউটে ফেরেন৷ এরপর সানরাইজার্সের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে একে একে ব্যার্থতার খাতায় নাম লেখান করুন,ফিঞ্চ, তিওয়ারিরা৷ পাঞ্জাবের ছয় ব্যাটসম্যান ব্যক্তিগত দুই অঙ্কের রানে পৌঁছানোর আগেই ডাগআউটে ফিরে যান৷

সানরাইজার্সে হয়ে এদিন দুরন্ত বোলিং করলেন রশিদ খান৷ ৪ ওভারে ১৯ রান খরচ করে রাহুল-অশ্বিনসহ মোট তিন উইকেট তুলে নিয়েছেন আফগান স্পিনার৷ স্পিন বিভাগে রসিদকে সঙ্গ দেন সাকিব আল হাসান৷ ৩ ওভারে ১৮ রান খরচ করে মায়াঙ্ক ও ফিঞ্চকে আউট করেন সাকিব৷ আইপিএলের চাকা যত এগোচ্ছে  সানরাইজার্সের এই স্পিন জুটি ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে৷ গেইলের উইকেটসহ মোট দুই উইকেট পেয়েছেন বাসিল থাম্পি৷ বিনি স্যান্টলেক-ভুবনেশ্বর কুমারের মতো নির্ভরযোগ্য পেসারদের অনুপস্থিতিতে আশা জাগাচ্ছেন থাম্পি৷

এর আগে ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় পড়ে সানরাইজার্স হায়দরাবাদ৷ পাঞ্জাবের বিরুদ্ধে ছয় উইকেট হারিয়ে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় উইলিয়ামসনরা৷ পাঞ্জাবের হয়ে বল হাতে আগুন ঝড়ান অঙ্কিত রাজপুত৷ এবারের আইপিএলে অঙ্কিতই প্রথম বোলার যিনি পাঁচ উইকেট পেলেন৷ ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করেছেন অঙ্কিত৷


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews