শিক্ষার্থীরা জানান, তাঁরা আন্দোলনের ধরন পাল্টাচ্ছেন। এর অংশ হিসেবে উপাচার্যের বাসভবনের সামনে এত দিনের অবরোধ থেকে সরে আসছেন। গতকাল রাতে বিশ্ববিদ‌্যালয়ের গোলচত্বরে আয়ো‌জিত প্রেস‌ ব্রিফিংয়ে এ তথ‌্য জানান তাঁরা। ইতিমধ্যে রাত সাড়ে ১১টার দিকে বালু, বস্তা, রড দিয়ে অবরুদ্ধ করে রাখা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক খুলে দেন শিক্ষার্থীরা। তাঁরা বলেন, উপাচার্য বিদায় না হওয়া পর্যন্ত সাংস্কৃ‌তিক কর্মকাণ্ড, আলপনা আঁকা, মি‌ছিলের মাধ‌্যমে আন্দোলন চলবে।

এর আগের দিন মঙ্গলবার দিবাগত রাত চারটার দিকে মুহম্মদ জাফর ইকবাল অনশনস্থলে যান। সেখানে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে জাফর ইকবালের আহ্বানে তাঁরা আমরণ অনশন থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। অনশনকারীদের উদ্দেশে এ সময় জাফর ইকবালকে বলতে শোনা যায়, ‘তোমরা জানো না, কত বড় আন্দোলন তোমরা করেছ। এখন সব বিশ্ববিদ্যালয় কাঁপছে।

তোমরা যেটা চেয়েছ, সেটা পাবে। এটা তোমাদের ক্যাম্পাস। তোমাদের আন্দোলনে ৩৪ জন ভাইস চ্যান্সেলরের ঘুম নেই।’ পরে তিনি কয়েকজন শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা তুলে আন্দোলনের তহবিলে জমা দেওয়ার কথা বলেন। বলেন, ‘এবার পারলে সিআইডি আমাকে অ্যারেস্ট করুক।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews