প্রথমবারের মতো নিজেদের ইতিহাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল স্কটল্যান্ড। বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল স্কটিশ মেয়েরা।

রবিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৮ উইকেটে জয় পেয়েছে স্কটল্যান্ড। আগে ব্যাট করে আয়ারল্যান্ড ৯ উইকেটে ১১০ রান করে। জবাবে স্কটল্যান্ডের মেয়েরা দুই উইকেট হারিয়ে ২২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

স্কটল্যান্ডের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন অধিনায়ক ক্যাথরিন ব্রাইস। ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এ ছাড়া ব্যাট হাতে ৩৫ রান করেন এই পেস বোলিং অলরাউন্ডার।

উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এবারের আসরে দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দশটি দল।

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews