করোনা ভাইরাস আক্রান্ত, কীভাবে বুঝবেন-

করোনা ভাইরাস সংক্রমণের ফলে ইতোমধ্যে চীনে মৃত্যু হয়েছে ২৫ জনের। আক্রান্ত হয়েছেন ৮শ’ এরও বেশি মানুষ।

করোনা ভাইরাসের লক্ষণ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী করোনা ভাইরাস পশুর দেহ থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কোনও ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তাই নিজেকে সাবধান রাখাই শ্রেষ্ঠ উপায়। তবে সম্প্রতি এই ভাইরাস সিফুড খাওয়ার ফলেই ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। এখন আক্রান্ত মানুষের থেকেও অন্য মানুষের শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে।

আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শ এলে বা তার সঙ্গে হাত মেলালেও করোনা ভাইরাস শরীরে বাসা বাঁধতে পারে। অসুস্থ কারোর কাছাকাছি যাবেন না। বারবার সাবান দিয়ে হাত ধোবেন। নোংরা হাত চোখে-মুখ দেবেন না। করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার লক্ষণ হল জ্বর, শ্বাসকষ্ট, কাশি। অসুখ আরও বাড়লে কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।

পূর্বকোণ/টিএফ



The Post Viewed By: 14 People

The Post Viewed By: 14 People



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews