মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের, মাঠের বাহিরেও হয়ে আছে সবকিছু টালমাটাল। নাজমুল হোসেন শান্তর হঠাৎ টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেয়া বিসিবিকে দিয়েছে বড় ধাক্কা।
সেই ধাক্কা সামলে উঠতে কালক্ষেপণ করতে চাইছে না বিসিবি। ডাকা হয়েছে জরুরি বোর্ড সভা। আগামীকাল সোমবার বিসিবির মিরপুর কার্যালয়ে বসবেন কর্তাব্যক্তিরা। বিকাল ৩টার দিকে বোর্ড সভা শুরু হবে।
গেল মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পর চলতি মাসে দু’টি বোর্ড সভা করেন তিনি।
এবার আরো একটা সভা ডাকতে হচ্ছে বুলবুলকে। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার ইস্যু যেমন থাকছে আলোচনায়, তেমনি আলোচনা হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও।
বিশেষ করে বিপিএল আয়োজনের সময় নির্ধারণ নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত হতে পারে আগামীকালের বোর্ড সভায়। তাছাড়া কীভাবে আর কয়টি দল নিয়ে আয়োজন হতে পারে বিপিএল, তারও একটা পরিকল্পনা রাখা হতে পারে সভায়।
তাছাড়া এইচপিসহ গেম ডেভলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রামসহ পরবর্তী ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা করতে পারেন বিসিবি পরিচালকরা।