ইউরোপীয় ক্লাউড গ্রাহকদের জন্য ডেটা সুরক্ষা পরিকল্পনা প্রকাশ করেছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

সোমবার কোম্পানিটি বলেছে, তাদের ইউরোপীয় ক্লাউড গ্রাহকদের তথ্য ইউরোপেই থাকবে, ইউরোপীয় আইনের অধীনে থাকবে, স্থানীয় কর্মীদের মাধ্যমে তা পরিচালিত হবে ও পুরোপুরিভাবে গ্রাহকদের নিয়ন্ত্রণে থাকবে।

গ্রাহকদের ডেটা ইউরোপের বাইরে যুক্তরাষ্ট্রের মতো অন্যান্য দেশের হাতে চলে যাওয়া নিয়ে ক্রমাগতভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইউরোপীয় বিভিন্ন দেশের সরকার ও কোম্পানি। ফলে ইউরোপীয় কমিশন মাইক্রোসফটের মতো আমেরিকান বিভিন্ন কোম্পানিকে তাদের সুরক্ষা ব্যবস্থা ঘোষণা করতে বাধ্য করেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

ইউরোপে নিজেদের ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির পরিসর বাড়াচ্ছে মাইক্রোসফট। এ কাজে ইউরোপের গ্রাহকদের তথ্য তারা কীভাবে নিরাপদে রাখবে সেই পরিকল্পনা প্রকাশ করেছে কোম্পানিটি।

পরিকল্পনায় মাইক্রোসফট বলেছে, ইউরোপের আইন মেনে চলবে তারা। এসব আইন বড় বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সক্ষমতা সীমিত করতে তৈরি করেছে কমিশন।

সোমবার কোম্পানিটি বলেছে, ইউরোপীয় ডেটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য কমিশনের নিজস্ব যেসব সিস্টেম রয়েছে, সেগুলোতে যদি তাদের কোনো ইঞ্জিনিয়ার দূর থেকে কাজ করতে চান তাহলে ইউরোপের কর্মীরা সঙ্গে সঙ্গে সেটার অনুমোদন দেবেন ও তাতে নজরদারি চালাতে পারবেন।

মাইক্রোসফট আরও বলেছে, তাদের নতুন ক্লাউড পরিষেবা এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে ও এই বছর শেষের দিকে এটি সবাই ব্যবহার করতে পারবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews