বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আই লিগের ক্লাব কলকাতা মোহামেডানে যাচ্ছেন-দুই দিন ধরে এ খবর চাউর ঢাকা ও কলকাতায়। ইতিমধ্যে কলকাতার একটি দৈনিক এ খবর প্রকাশও করেছে।

তবে জামাল ভূঁইয়া বাংলাদেশের গণমাধ্যমের কাছে বলে আসছেন এ নিয়ে তার কোনো আলোচনাই হয়নি কলকাতার ক্লাবটির সাথে। এমন কি তার বর্তমান দল সাইফ স্পোর্টিং ক্লাবও এ বিষয়ে কিছু জানেন না।

এ নিয়ে ঢাকা ও কলকাতা ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিষয়টি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে’র কানেও গেছে। তিনি শনিবার সন্ধ্যায় জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমি শুনেছি কলকাতার ক্লাবটি জামালকে নিতে আগ্রহী। কিন্তু নিশ্চিত কি না জানি না। তবে যদি জামাল কলকাতায় খেলতে যায়, সেটা ভালোই হবে। তার জন্য আরো ভালো অভিজ্ঞতা হবে ভালো লিগে খেলে। তাছাড়া জামালের বাইরের লিগে খেলার উপযুক্ত সময় এখনই। এর পর গেলে সেটা বিলম্ব হয়ে যাবে।’

কলকাতার জায়ান্টরা আইএসএলে কোয়ালিফাই করার জন্য শক্তিশালী দল গড়ছে। শনিবার দুপুরের পর উইকিপিডিয়া কলকাতা মোহামেডানের খেলোয়াড় তালিকায় জামাল ভূঁইয়ার এবং তাদের নতুন স্প্যানিশ কোচ জোসে হেভিয়ার নাম সংযুক্ত করেছে।

শনিবার কলকাতা মোহামেডান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে স্পেনের জোসে হেভিয়াকে। তিনি এখন স্পেনেই আছেন। কলকাতা মোহামেডানের নতুন কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল জামাল ভূঁইয়া সম্পর্কে।

তবে তিনি এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। স্পেন থেকে তিনি জাগো নিউজকে বলেছেন, ‘আমি কবে কলকাতা যাব এবং কবে অনুশীলন শুরু করব সেটা এখনো জানি না। আর কলকাতা আসার আগ পর্যন্ত আমি জামালকে নিয়ে কোনো কিছু বলতে পারব না।’

আপনি জামালের কোনো খেলা দেখেছেন কিনা? এমন প্রশ্ন করলে কলকাতা মোহামেডানের স্প্যানিশ কোচের জবাব ‘কলকাতা আসার আগ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাই না।’

আরআই/এমএমআর/জেআইএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews