হুথি যোদ্ধাদের হামলায় ডুবে যাওয়া গ্রীক পণ্যবাহী জাহাজের একজন রাশিয়ান ক্রু সদস্য ইয়েমেনে চিকিৎসাধীন রয়েছেন, রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ বৃহস্পতিবার একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আহত রাশিয়ান নাবিকের নাম আলেক্সেই গ্যালাকতিওনভ। জাহাজ ডুবির পর ইয়েমেনি নৌবাহিনী কর্তৃক উদ্ধার করা বেশ কয়েকজন নাবিকের মধ্যে তিনিও ছিলেন। একটি উচ্চপদস্থ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে, হামলায় আহত ব্যক্তি এখন উল্লেখযোগ্যভাবে ভাল অবস্থায় আছেন।
সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলি এর আগে জানিয়েছে যে ১০ জন নাবিক - আটজন ক্রু সদস্য এবং দুইজন নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে সউদী আরবে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রগুলি জানিয়েছে যে একজন রাশিয়ান ছাড়া সকল ক্রু ফিলিপিনো ছিলেন। সূত্রগুলি জানিয়েছে যে, ইরান-সমর্থিত হুথিরা টানা দুই দিন ধরে সমুদ্র ড্রোন এবং রকেট-চালিত গ্রেনেড দিয়ে জাহাজটিতে আক্রমণ করার পর ২২ জন ক্রু এবং তিনজন সশস্ত্র রক্ষী সহ লাইবেরিয়ার পতাকাবাহী ইটারনিটি সি ডুবে যায়। জাহাজে থাকা বাকি ১৫ জনকে নিখোঁজ বলে মনে করা হচ্ছে এবং তাদের খুঁজে বের করার জন্য ব্যক্তিগতভাবে পরিচালিত অনুসন্ধান স্থগিত করা হয়েছে। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য হুথিরা ২০২৩ সালের নভেম্বর থেকে ১০০ টিরও বেশি জাহাজে আক্রমণ করেছে বলে তারা দাবি করেছে। সূত্র : রয়টার্স।