(প্রিয়.কম) নূরউদ্দিন দেওয়ানের বাড়িটির তিনতলা ৫ জুলাই ভাড়া নেয় জঙ্গিরা। গত দুই মাসে আশপাশের বাসিন্দারা ওই বাড়ির তিনতলার জানালা খুলতে দেখেননি।

ওই বাড়ির ৫০ গজ উত্তরে একটি চারতলা বাড়ির বাসিন্দা রাবেয়া আক্তার বলেন, বাড়িটির দোতলায় মালিক পরিবার নিয়ে থাকেন। উত্তর দিকের বারান্দায় তারা কাপড় শুকাতে দেন। কিন্তু তিনতলার দরজা-জানালা সব সময় বন্ধ থাকত। তাদের কখনও দেখেনি।

বাড়িওয়ালা নূরউদ্দিন দেওয়ান সম্পর্কে স্থানীয়রা জানান, তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন জাপানে কাটিয়েছেন। কয়েক বছর আগে দেশে ফিরে সুতার ব্যবসা শুরু করেন। স্ত্রী ও সন্তান নিয়ে তিনি ওই বাড়ির দোতলায় বসবাস করেন।

এর আগে শনিবার সকালে নারায়ণগঞ্জের একটি ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানেতামিম চৌধুরীসহ তিনজন নিহত হয়। কানাডা প্রবাসী বাংলাদেশি নাগরিক তামিম গুলশান হামলার মূল পরিকল্পনাকারী বলে দাবি করে আসছে পুলিশ। তিনি বাংলাদেশে ছিলেন বলে ধারণা করা হচ্ছিল।

শনিবার ভোর থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল নারায়ণগঞ্জের পাইকপাড়া গিয়ে বড় কবরস্থান সংলগ্ন তিন তলা একটি ভবন ঘিরে এই অভিযান শুরু করে। খবর পেয়ে নারায়ণগঞ্জের পুলিশ তাদের সঙ্গে যোগ দেয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন জানান, অভিযানের এক পর্যায়ে সকাল ৯টা ৩৫ মিনিটে দুই পক্ষের মধ্যে গুলি শুরু হয়। নিরাপত্তার স্বার্থে অভিযান শেষ হওয়ার আগ পর্যন্ত কাউকে ভবনটির কাছে যেতে দেওয়া হচ্ছে না বলেও জানান তিনি।

আরও পড়ুন:



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews